সুখ - ফয়সাল আহমেদ

আগে তো রাত্র গড়ি,

পরে নাহয় নষ্ট করি,

অন্ধকারের বিস্মিত সুখ।

আমার এই বিকৃত মুখ,

খুঁজে বেড়ায় না পাওয়া মন,

না যাওয়া এক ধূসর বন।

খুব আড়ালে,

নিয়ম করে মন হারালে,

কে পোড়াবে অসুখী সাজ?

কে সাজাবে পোড়ানো তাজ?

আমি তো গেলেম প্রায়, 

সুখ নিয়ে নাও তুমিই নাহয়।

এ বেলায় বিদায় দিলাম কান্না ছলে।


আড়ালে তুমিও খুশি, 

আমিতো সুখেই আছি।

সুখসাগরে দিব্যি ভাসি।

আনমনেতে।


আনমনেতে নিলাম বিদায়। 

বিদায় কালে জল ভেসে যায়।

যমালয়ে।


~ মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন।    


1 Comments

Post a Comment

Previous Post Next Post