মধুর মিলন - ঋতুপর্ণা দাস

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে

সত্যি  মন দিয়ে যাকে ভালোবাসা যায়  তাঁর কাছে মিলনের আকাঙ্খা  বড়োই  বেদনাদায়ক, খানিকটা  গোলাপের কাঁটার মতো, ভুলতে চাইলেও তারে ভোলা যায় কী, ভোলা যায় না, কারণ সে যে  আমার বাঁধনে জড়িয়ে আছেও, তাঁকে প্রেমিক বললে ছোট করা হবে, সে যে আমার  স্বামী আমার  অন্তরঙ্গের সাথী!রবীন্দ্র নাথ ঠাকুর প্ৰেম  সম্পর্কে একটি  সুন্দর কথা  বলেছেন প্রেমে আনন্দ থাকে স্বল্প ক্ষণ কিন্তূ বেদনা থাকে সারাজীবন! 

তাই একটু আগে যে মানুষটাকে ভালোবাসি কথা বলেছিলাম পরমুহূর্তে আমরা  খুব সহজেই বলে ফেলি ও আমার প্রেমিক নয়, খুব কষ্ট হয় যখন এই কথা গুলো শুনি নিজের  ভালোবাসার  মানুষের  কাছ থেকে, চোখের জলে  তখন প্রেমের বৃষ্টি নামে! কথায় বলে কান্না চোখের একটি ভাষা! তাই নিজের প্রেমিককে  ভালোবাসতে  গেলে একটু খানি  সুন্দর হৃদয় দিলে হবে, নিজের  মনটাকে এমন ভাবে  তাঁর বুকে গেঁথে রাখবে যাতে জন্ম জন্মান্তরের বাঁধনটা আরো শক্ত মুজবুত এবং দৃঢ় হয় ! ভালোবাসি কথা বলতে ঠোঁটের দুপাশে যতটা দেখতে  সুন্দর লাগে ঠিক  ততটা নিজের প্রেমিকের হৃদয়ে ভালোবাসার  অধিকারের সৌন্দর্য দেখতে ভালো লাগবে! যদি দুজন দুজনের প্রতি হৃদয়ের টান বেশি হয় তবে সেই প্রেমটি মিলনের প্ৰেম হবে এবং যদি তাতে পরস্পরের প্রতি  ভরসা, আস্থা, ও বিশ্বাস  থাকে  তবে তা  মধুর মিলনে পরিণত হবে, কারণ "সম্পর্কের  আরেক নামেই  তো পরিণতি! দুটি  হৃদয় সাতপাকের বাঁধনে জড়িয়ে পড়বে, এবং দুজন দুজনার  জন্ম জন্মান্তর সাথী হবে!

হুমায়ুন আহমেদ একটি সুন্দর কথা বলেছেন প্ৰেম সম্পর্কে যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর!


~ মেঘপিওম - মননশীল সাহিত্যের দর্পন   

Post a Comment

Previous Post Next Post