মেগালোম্যানিয়াকরাও এক এক রাতে
একা একা কাঁদে।
সময়ের সূক্ষ দাগ পড়ে
সময়ের মুখের উপরে
অবরূদ্ধ কামনার তাই খুলে যায় খিল
রনক্লান্ত বাসকশয্যা
বাহিরে মিছিল।
কালো আর বেগুনি মেঘেরা
সেই উন্মাদ জল্লাদের মগজের কোষে,
ঘড়ি,ঘড়ি পাঠায় খবর
দিন বড় বিশ্রী, উদ্ধার কর।
সেইসব দিনে এনালজিন, নোভালজিন এমনকি প্যারাসিটামল পারেনা ছাড়াতে তাদের জ্বর।
~ মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন।
~ বাংলাদেশ।

Post a Comment