মানুষ ভুল মানুষের জন্য অনুভূতি পুষে রাখে,
তারপর কারণে অকারণে যত্ন করে কাঁদে'।
আমার নিজের পছন্দের লেখাগুলোর মধ্যে
এই কবিতাটি একটু বেশিই পছন্দের।
কথাগুলোও অদ্ভুত রকম সত্য!
কানে হেডফোন গুজে চুপচাপ
চোখ বন্ধ করে শুনে দেখতে পারেন।
আশা করি ভালো লাগবে।
~ মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন।
Post a Comment