যেহেতু অভিমান অভিযোগ
লিখে রাখবার জন্য আকাশ ব্যতীতআমার দ্বিতীয় কোনো রাফখাতা নেই।
নেই নোটখাতা'র মতোন একান্ত ব্যক্তিগত
কোনো প্রেয়সী কিংবা প্রিয়জন।
যেহেতু আমার দুঃখবোধ শোনার জন্য
কেউ কান পাতেনি, এগিয়ে আসেনি দু'পা।
হৃদয়ের যত ব্যথা, যত সুর, যত কাতরতা,
আমি তাই আকাশের বুকে লিখে রাখি।
অশ্রুর কালিতে লেখা আকাশ আমার
একান্ত ব্যক্তিগত রাফখাতা।
লিখে রাখা সেই সব কথা শোনার জন্য
প্রতি রাতে এক মহান সত্ত্বা ছয় আসমান
পেছনে ফেলে আকাশে নেমে আসেন।
অথচ, মানুষের পৃথিবীতে আমার দুঃখবোধ
শোনার জন্য কেউ দু'পা এগিয়ে আসেনি!
প্রতি রাতে এক মহান সত্ত্বা ছয় আসমান
পেছনে ফেলে আকাশে নেমে আসেন।
অথচ, মানুষের পৃথিবীতে আমার দুঃখবোধ
শোনার জন্য কেউ দু'পা এগিয়ে আসেনি!
মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন।

অনবদ্য
ReplyDeleteDarun 😍
ReplyDeletedarun
ReplyDeletenice
ReplyDeletePost a Comment