আমাকে যে পছন্দ করেন, আপনি আমার নাম জানেন?
না, আমি তো আপনার নাম জানি না!
নাম জানেন না — তাহলে আবার কেমন পছন্দ করেন?
খানিক পরে মেয়েটা হাতে একটা ফুল নিয়ে ফিরে এলো।
আমি বললাম; এটা কী?
মেয়েটা বললো; আমার পছন্দের ফুল।
আমি বললাম; এই ফুলের নাম কী?
মেয়েটা বললো; ফুলের নাম জানি না।
কিছুক্ষণ আগে বলা তার কথাটিই আমি তাকে ফিরিয়ে
দিয়ে বললাম; নাম জানেন না, তাহলে কেমন পছন্দ!
মেয়েটা প্রায় রেগে গিয়ে বললো;
নাম না জানলে কি ভালো লাগতে পারে না?
নাম না জানা কত ফুলই তো আমাদের ভালো লাগে!
আমি তার কথার রেশ ধরেই উত্তর দিলাম;
একদম ঠিক বলেছেন। নাম জানা না থাকলেও
ভালোলাগা থাকতে পারে। ভালো লাগতে পারে।
নাম না জানা কত ফুলই তো আমাদের পছন্দ।
আপনিও আমার কাছে তেমন একটি ফুলের মতো।
আপনি আমার নাম না জানা প্রিয় ফুল।
কবিতাঃ- নাম না জানা ফুল
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

Post a Comment