চাঁদ আমায় কিছু সৌভাগ্য এনে দেবে? ~ রেহনুমা লাবণ্য

সন্ধ্যায় যখন বের হলাম 

হঠাৎ চাঁদের দিকে চোখ পড়াতে 
অবাক হয়ে দেখলাম।

চাঁদ!
তুমি এতো সুন্দর কেন?
আগে শুনতাম মন খুলে
মামার বাড়ি নাকি আবদার করা যায়
আমি সিদ্ধান্ত নিয়েছি,


এখন থেকে চাঁদের কাছে আবদার করবো
ও চাঁদ,আমায় একটু আলো ধার দেবে?
কিংবা কিছুটা সৌভাগ্য?


কবিতা ~ চাঁদ আমায় কিছু সৌভাগ্য এনে দেবে?

লেখা ~ রেহনুমা লাবণ্য

3 Comments

Post a Comment

Previous Post Next Post