সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

আকাশনীলা,

ঘুমিয়ে পড়েছেন নিশ্চয়!
অথচ দেখুন, আমি জেগে আছি।
জেগে আছে মধ্যরাতের আকাশ।
তার বুকে গুটি পায়ে হেঁটে যাচ্ছে দ্বাদশীর চাঁদ।
অবাক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে মাটির পৃথিবী।

আচ্ছা,
আপনার ঘরে কি জানালা আছে?
এখন কি খুলে রেখেছেন?
নাকি মনের কপাটের মতো
জানালাতেও এঁটে রেখেছেন খিল!

মাঝে মাঝে জানালাটা খুলে রাখবেন।
হুড়মুড়িয়ে প্রবেশ করা রাতের
শীতল বাতাসটা খানিক ছুঁয়ে দিবেন।
চাঁদের নরম আলো এসে পড়বে চাঁদমুখে।
দেখবেন আপনার ভালো লাগছে।


জানেন, 
এইসব হিম হিম শীতের রাতে 
আকাশে দ্বাদশীর চাঁদ দেখে 
আমার কেবল চাঁদমুখ দেখতে ইচ্ছে করে।

জানেন,
মাঝে মাঝে আমার আকাশ হতে ইচ্ছে করে।
ইচ্ছে করে চাঁদমুখ না হলেও
আমার বুকে একটা চাঁদ থাকুক।
শুকতারা হয়ে কেউ একজন বলুক- 'আমি আছি'।

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ 

1 Comments

Post a Comment

Previous Post Next Post