ইস্তিগফার - আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি


ইস্তিগফারের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধান নিহিত।

আপনি রিজিক নিয়ে পেরেশান? ইস্তিগফার করুন। আপনার বিয়ে হচ্ছে না? ইস্তিগফার করুন।
আপনার পরিবারে সমস্যা? ইস্তিগফার করুন। আপনার উম্মাহ ধ্বংস হয়ে যাচ্ছে?
আপনি বেশি বেশি ইস্তিগফার করুন।

বিনয়ে বিগলিত হয়ে গোনাহ মাফ চাওয়া আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ্ তা'আলা ইস্তিগফারকে সকল সমস্যার সমাধান স্বরূপ দিয়েছেন। আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন আমাদের রব। আপনি কোনো গোনাহ করে ফেললেন। এরপর অনুতপ্ত হয়ে কায়মনোবাক্যে মাফ চেয়ে ইস্তিগফার করলেন। আল্লাহ্ তা'আলা আপনার গোনাহ মাফ করে দিবেন এবং গোনাহকে সওয়াব দ্বারা বদলে দিবেন!


সুবাহানআল্লাহ্! বলুন আমাদের রব কত দয়ালু, কত মেহেরবান!

"
ইস্তিগফার - আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি"

হাঁটতে, চলতে, উঠতে, বসতে, স্ক্রল করতে করতে ইস্তিগফার করুন। জ্যামে বসে থাকার সময়, ডাক্তারের চেম্বারে অপেক্ষা করার সময়, পাসপোর্ট অফিসে, ব্যাংকে লাইনে দাড়িয়ে থাকাবস্থায় আপনি ইস্তিগফার করুন। আপনার জিন্দেগি নূরানি হয়ে যাবে ইন শা আল্লাহ্।


মায়েদের আত্ম ত্যাগ সম্পর্কে পড়তে ভিজিট করুন এই লিংকে ↓↓

Mothers Sacrifice

2 Comments

  1. আল্লাহ তায়ালা আমল করার তৌফিক দান করুন।

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post