মহাকাশ বৈচিত্র্যময়,
বৈচিত্র্যময় আকাশগঙ্গা;
পৃথিবী বৈচিত্র্যময়,
বৈচিত্র্যময় মানুষের মন-হৃদয়;
মানুষকে সাহায্য করতে হয়,
প্রতিদান পওয়ার আশায় নয়;
হয়তো যার সাহায্য করেছো
তার কাছ থেকে আঘাত পেতে পারো
সাধারণত এটাই হয়;
জীবনে দেখেছি, জেনেছি, উপলব্ধি করেছি-
যাদের আমি সাহায্য করেছি,
তার পরিবর্তে আঘাত পেয়েছি;
উপকার করা ছেড়ো না তবে,
তোমার পাশে অন্য কেউ দাঁড়াবে,
কেউ না থাকলেও ঈশ্বর তোমার পাশে থাকবে।

দারুণ
ReplyDeletePost a Comment