পুতুল খেলার সমাজ স্ক্রিনে - আসরাফ আলী সেখ


অপরাজিতা অপরাধী কে সাজা দাও, ফাঁসি কাঠে, পাথর ছুড়ে, ঝরুক রক্ত বেরোক পুঁজ, দাউ দাউ করে জ্বলুক আগুনে সে পোড়া মুখ 


ঘৃণা করো ঘৃণিত যে

কর্ম, কেন গালি পাড়ো প্রিয় জননীর গর্ভ কে? সমাজের গর্ভ কি সমান দায়ী নয়?


ভোগবাদ ও বিলাস

জ্ঞান যাদুর জীবন

পারে নি ‌দিতে মাতৃভক্তি জ্ঞান!


নাকে পায়ে দড়ি দিয়ে পুতুল খেলা সমাজ স্ক্রিনে , মানুষ করো নি সমাজ তুমি, করেছ যন্ত্র টাকার বিবুনী!


মূল্যবোধ ও নীতি কথা উঠে গেছে পাঠ্যেতা , শিক্ষা দিয়েছ টাকা কোথায় ? মানুষ হয়ে

লাভ নাই!


উর্দি পরে ফুর্তি করে মিডিয়া ঠেকায় জোর করে, হলুদ সাংবাদিকতা চলে অ্যাডভ্যারটাইজ মেরে সেকেন্ড তেড়ে ,


জনগন ধোঁকা খায় যে লঙ্কায় যায় সেই 

রাবণ হয় ! সমাজ সেবক অপরাধী হলে বেল পাকে তোড়জোড়ে! অপরাধের পতাকা লাল নীল সবুজ কখনো বা গেরোয়া !


অপরাধী পালিয়ে যায় গলিয়ে উকিল পাড়া, গোকূল বেড়ে চলে অপরাধ কালে কালে !


সমাজ সংস্কৃতি বিনোদন উঠে গিয়ে হয়েছে অ্যান্ড্রয়েড ফোন! এতো নয় কোন ছোট্ট বাচ্চা পেটে পেটে বুদ্ধি অনেক অপরাধ কে 

জানায় শুভেচ্ছা !

গুলিয়ে দেয় সব ভাবনা চিন্তা, মনে হয় 

মস্তি ই সমাজের আসল ধান্দা!


অপরাধী যে সমাজের, সেও কি 

অপরাধের সমাজ নয়? 


~ মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন।  

Post a Comment

Previous Post Next Post