আমরা নারী,আমাদের নারীত্বের পরীক্ষা দিতে হয় বারে বারে। বিয়ের পর শ্বশুরবাড়িতে, না দেবে পাওনাগন্ডা,
জ্বালাবে তোমায় ,নগ্নতা করবে তোমার শরীর মনকে।
বাইরে আছে পিচাশের দল!
নারী মাংস খাবলে খেতে।কোথায় যাবে তুমি,কোথায় লুকাবে,এই নারী শরীর কে ।চারিদিকে ললুপতার র সেন্য দৃষ্টি। নিপীড়িত, ধর্ষিত লজ্জিত,অবগুনঠিত,
নারী তুমি জাগো, ললুপতা,লোভী,শিকারীরা সব ওত পেতে আছে জানো।জ্বালা ও আগুন রন্ধে রন্ধে,
ধ্বংস করো দূর্গা সেজে, মহিষাসুরদের জগৎ থেকে।
আগুন জ্বালাও ভালোবাসা হীন এই সংসারের,এই জগতের। দূর করো এই পিচাশদের,
হিংস্রতা যার ধর্ম উচ্ছেদ করো, তাদের পৃথিবীর বুক থেকে। ছুড়ে ফেলে সব শৃঙ্খলা, মুক্ত হও স্বাধীনতার মুক্ত দিবসে। আলোর আঙিনায় নবজীবনে, নবসাজে, মা দূর্গার আগমনে।
~ মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন।

Post a Comment