মন আমায় প্রশ্ন করেছিলো?
হৃদয় কেন আজ আসেনি।
প্রেম আমায় উত্তর দিলো?
সৃষ্টি যে তাকে ভালোবাসেনি।
বিরহ আমায় বললো ডেকে_?
অভিমান এতো কাঁদে কেন?
পূর্বরাগ হেসে বললো_
মানের আবার বুঝি ঝামেলা হলো।
অনুরাগ তখন কার প্রেমে_ যেন হাবুডুবু খেয়েছে,
মাথুর তখন বিরহের শোকে
খুবই চিন্তায় ভেঙে পড়েছে।
জীবাত্ম খালি প্রেমের জন্য,
পরমাত্মার কাছে ছুটে চলেছে।
ভালোবাসার শেষ পরিনতীতে
পরমাত্মাই জীবাত্মার কাছে এসেছে।

Post a Comment