স্মৃতি - মোস্তফা মোল্লা

আমার সূর্য তার আকাশে যায় অস্ত,

সে এখন অন্য কোথাও ব্যস্ত।

তার ওই মধুময় মুখমন্ডল,

আমার নয়ন পানে না-পাবার তরে করে আন্দোলন।

তোমার ওই মায়াবী নয়ন,

হয় না আমার তরে উন্মোচন।

তুমি বিহনে

একাকিত্ব মোর সনে,

করে ভালোবাসার আলিঙ্গন;

এটাই আমার কাছে অমূল্য-রতন।

থাকো তুমি-তোমার রাজত্বে,

আমি থাকবো একাকীত্ব ভালোবাসার অমোগ অন্ধকারের কৃতিত্বে।

তোমাতে করতে চেয়েছিলাম জীবনের ইতি,

কিন্তু তুমি হয়ে রইলে আমার জীবনের স্মৃতি।

যুক্ত হয়েছে নতুন নাম তোমার জীবন পাতাতে,

সেটা দেখা যায় তোমার নয়ন পানেতে।

পরনের লাল পোশাকে

সেজে ছিলে আজ রাজ-রানীর বেশে,

কখন যেনো মোর মনের ফাঁকে;

ভালোবাসা জন্মায় তোমার অবকাশে।

Post a Comment

Previous Post Next Post