অতৃপ্ত - রিন্দু রাও

একটা বিষাক্ত মন

উদ্দম-উল্লাস

কল্পনা;

দুধের স্বাদ ঘোলে

স্বচ্ছ, পবিত্র,শান্ত।

নিস্তব্ধতা-

শূন্যতা,অনুশোচনা

দৃঢ় সংকল্প।


টিক টিক,টিক টিক

অন্ধকার-ভোর-সন্ধ্যা

অসম্ভব!

আর নয়;

ভগ্ন সংকল্প,

উল্লাস,মত্ত- বিষাক্ত মন।

দুধের স্বাদ ঘোল

নিস্তব্ধতা।

Post a Comment

Previous Post Next Post