প্রেম তো এক বিষাদী আগুন
যেভাবে ইচ্ছে হয় সেভাবেই পোড়ায়-
যেমন করে ইচ্ছে হয় তেমন করেই পোড়ায়
পোড়াতে পোড়াতে ছাই করে ফেলে, তবুও পোড়ায়।
রীতিমতো পোড়াতে পোড়াতে ছাইকে আবার জ্বালিয়ে তোলে,
দিনে রাতে আঁধারে আলোতে জ্বলতে থাকে
জ্বলে, শুধুই জ্বলে।
মেঘপিওনের পক্ষ থেকে লেখক আরিফ খন্দকার এর জন্যে আকাশ সমান ভালোবাসা ও শুভকামনা।
মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন।

Post a Comment