নীল দিগন্তে বসেছে আজ কাশ ফুলের সমারোহ।
শিউলি তার সুগন্ধ ছাড়িয়েছে নীল আকাশের আনাচে কানাচে। তবুও প্রতিক্ষনের ঘণ্টা তো বাজবেই। মা দুর্গার অকালবোধন বিশ্ববাসীর হৃদয়ে সৃষ্টি শীলতার সৌন্দর্য ছড়ায়। কত প্রেমিক প্রেমিকার সাথে হাতে হাত রেখে এক অজানা আনন্দে মেতে ওঠে পূজোর কয়েকটি দিনে,তাই দেবী মায়ের আগমনের জয়ধবনী,ঢাকের আওয়াজ, নীল আকাশে ভেসেওঠে, যা সবার হৃদয়কে বেশি পুলকিত করে তোলে।
লেখিকা ঋতুপর্ণা দাস কে মেঘপিওন এর পক্ষ থেকে আকাশ সমান ভালোবাসা ও শুভকামনা।
মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন

Post a Comment