আইসক্রিম ~ অরবিন্দ সরকার


মণিবালা বুড়ি,চলতো গুঁড়ি গুঁড়ি, খেতো একথালা মুড়ি!

জাতিতে সে শুঁড়ি!

শরীর অশক্ত ,খেতো গড়াগড়ি!

কথায় সবজান্তা,তার নেই জুড়ি!

আদিকালের বুড়ি,থুরথুরি! 

দাঁত নেই তবুও মাড়ি নয় তার কমজুড়ি?

দেখেনি কোনদিন আয়না,তাই 

নিজেকে ভাবে এখনো ছুড়ি!

একদিন গরমে হা- হুতাস করি,

এমন সময় হাঁক পাড়ে আইসক্রিম মালাইকারি!

জীবনে দেখেনি সে পড়লো আকাশ ফুঁড়ি !

দে বাবা একটি তোর পায়ে পড়ি!

আইসক্রিমওয়ালা বুড়িমার পাল্লায় দয়াবশত, দিলো হাঁক ছাড়ি!

নাও, খাও! তুমি থাকো কি করে এই নির্জনপুরী? 

লকপকে জিভে, আইসক্রিমে নিভে ,মুখে দিলো ভরি !

চিৎকার করে বলে ওঠে,

এ নিশ্চয়ই ভগবানের তৈরী?

আঃ কি আরাম! তুই কে বাপ্ বল তাড়াতাড়ি!

ওরে কে আছিস এদিকে আয়,

আমি পেয়েছি সাক্ষাৎ " হরি"।

জড়ায়ে ধরি তার পায় - হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে গোটালো পাততাড়ি! মুখেজল মুখাগ্নি সব আইসক্রিমওয়ালার ! বুড়ি গেলো স্বর্গপুরী!!


মেঘপিওনেেে পক্ষ থেকে লেখক অরবিন্দ সরকার কে আকাশ সমান ভালোবাসা ও শুভকামনা।          

Post a Comment

Previous Post Next Post