যদিদং হৃদয়ং তব।
তদিদং হৃদয়ং মম।
অর্থাৎ যদি তোমার হৃদয় আমার হয় তবেই তো আমার হৃদয় তোমার হবে,এটাই তো এর অর্থ। কিন্তুু অনিমেষ বাইশটা বছর আমি তোমার প্রেমে আবদ্ধ হয়েছি।কথা ছিলো সাত পাকের খুঁটিটাও তোমার সাথে বাঁধব,কিন্তুু সমাজের নিয়মের বেড়াজালে সেটা হয়নি। তাই বাবা আমায় বিয়ে দিলেন শহরের নামকরা অধ্যাপকের সাথে। বিয়ে হলো ধূমধাম করে,সাতপাক ঘুরেছি,আবার মাথায় সিঁদুরও পরেছি,তবে মনের সিঁদুর আমি তোমার হাতেই পরেছি যেদিন তুমি লাল আবিরে আমার মাথায় পরিয়েছিলে সেদিন থেকেই আমি তোমাকে স্বামী বলে মেনে এসেছি অনিমেষ। তুমি বলতে পারো_" আমার স্বামী আছে তাও কোন মুখে বলছি একথা?"।
অনিমেষ তুমি জানো যে স্বামী হিসেবে তোমাকেই আমি মানি আর উনি তো আমার ভোগ্য বস্তুু যার কাছে মনের দাম নেই,ও তো শরীর চায় শুধুমাত্র নিজের আনন্দের জন্য। আর তুমি তো মন দিয়ে ভালোবেসেছিলে তাই তোমাকেই স্বামী বলি,তোমার নামে যে সিঁদুর পরি সেটি মাথায় রাখি,আজও তোমার সেই আবির মাখা সাদা ওড়না রেখেছি,যেখানে তুমি নিজের হাতে আমার সিঁথিতে লাল আবির দিয়েছিলে,ওটা তো আমার হৃদয়ের রং আমার প্রথম প্রেমের রং,তাই ওই রঙকেই আমি সিঁদুর বলে জেনে এসেছি তাই ভালোবেসে মাথায় তুলে রাখি। আর ওর দেওয়া সিঁদুর পরি তবে তার মধ্যে কোন ভালোবাসা থাকে না,কেন হয় না জানিনা?আজ আমাদের ফুলশয্যা, জানি ও আমার শরীরটাকে একেবারে ছিঁড়েখেয়ে নেবে,তবে ভালোবাসার আদর সেটা আমি বলবো না,কারণ ভালোবাসার আদর তো তুমিই আমায় শিখিয়েছিলে অনিমেষ?তোমার আদরে কেমন যেন ভালোবাসার গন্ধ আছে,জুঁইফুলের সুগন্ধ আছে?মনে পড়ে অনিমেষ বর্ষার সময় কদম বনে আমি রাধিকার মতো নীল শাড়ি,মাথায় জুঁই ফুলের মালা গেঁথে আর কানে ঝুমকো দুল পড়ে এসেছিলাম তোমার কাছে। তুমি বুকে জড়িয়ে বলেছিলে।
কী সুন্দর লাগছে তোমায়,দাঁড়াও একটা চুম্বন করি।" এইবলে তুমি মাটিতে বসলে ঠিক কদম গাছের শেষ প্রান্তে আর আমাকে তোমার কোলে মাথা রেখে হাত বুলিয়ে দিতে,চুলে বিরি কেটে দিতে আবার মাঝে মাঝে গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে মুখের কাছে ফেলে দিতে আর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে,কী অপূর্ব সুগন্ধ পেতাম,ভালোবাসা যে এতো সুন্দর তোমার আদরে বুঝেছিলাম আমি?"তবে ওর প্রেমে কোনো সুগন্ধ নেই,কারন আমি যে মনটা তোমার হৃদয়ে দিয়েছি। ভালো থেকো অনিমেষ। জানো অনিমেষ তোমাকে দেখে একটাই কথা বলতে ইচ্ছে হয়।
এজন্মে তোমার হাতে সিঁদুর পরার অধিকার থেকে বঞ্চিত রয়ে গেলাম। কিন্তুু পরজনমে আমি তোমার হাতের সিঁদুর আমার সিঁথিতে ওঠবেই,এ আমার কথার কথা নয়,এ আমার ভালোবাসার অধিকার।, "


Post a Comment