HomePoem সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ September 23, 2020 0 আপনি না থাকলে আমি সকাল আর সন্ধ্যার পার্থক্য বুঝি না। ভুলে যাই রাত্রির রঙ হয় কালো, অযথা মনে হয় দিবসের আলো। অথচ লোকে বলে ভোর মানেই আরো একটি নতুন দিনের শুরু হলো!আমার কাছে-আপনাকে শুনতে পারাটাই ভোর,আপনাকে না শুনা দিনের পুরোটা জুড়েইঅমানিশা ঘোর!
Post a Comment