চাকা - অরবিন্দ সরকার।

বিশ্বের আবিষ্কার শুরুতেই চাকা!

সভ্যতার বিকাশে ,বিজ্ঞানের আকাশে , অগ্রগতির চাকা!

কুমোরের চাকায় সৃষ্টি মৃৎশিল্প,

কামারের চাকায় তীক্ষ্ম ধার!

গোগাড়ী কাঠের চাকা,যতো সয় ভার!

সাইকেল চাকা প্যাডেল চালিত,

এলো মোটরসাইকেল,

চারচাকা,বিমান,দ্বিচক্রযান!

বুদ্ধির চাকা ঘোরে , বনবন রবে পৃথিবী সমান?

রথের চাকা পথেপথে,গগনে স্বর্গরথ!

ছুতোরের সৃষ্টি চাকা-আজো  খোলেনি তার বাঁচার পথ!


মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন 

সিলেট বাংলাদেশ। 

মেঘপিওনের পক্ষ  থেকে লেখক অরবিন্দ সরকার

কে আকাশ সমান ভালোবাসা ও শুভকামনা।    

  

Post a Comment

Previous Post Next Post