রাত ফুরালেই
দিনের আলোয়
যায় হারিয়ে দূরের তারা
সব পেয়েও
ভিড়ের মাঝে
একটা মানুষ সর্বহারা।
কার কাছেতে
মন দিয়ে কে
কাটছে জীবন ছন্নছাড়া !
কাছের মানুষ
কাজ ফুরোতেই
বুঝিয়ে দিল দূরের তারা।
এখন কোথাও
ডাকলে বলে
কাজ আছে তাই ভীষণ তাড়া।
আমি কিন্তু
থেমেই আছি
যাইনি কোথাও তারে ছাড়া।
ইচ্ছে হলে
আবার ডাকুক
এই কোথা যাস, একটু দাঁড়া।
কবিতায় গল্প বলা মানুষ সালমান হাবীব কে জানাই আকাশ সমান ভালোবাসা ও শুভকামনা।
মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন।

Post a Comment