মন পাপিয়া - অরবিন্দ সরকার

পাখা দুলিয়ে ,

নীল আকাশ পথে ,চলে পাপিয়া!   

কোনো ঝোপঝাড়ে বিরতির পরে ,

সহচরের তরে ফাটে তার হিয়া !!                            জলাশয়, পুকুর, কিংবা ছোট 

গর্তের আশায়,স্নান,ক্ষুধা,তেষ্টা মিটিয়ে,

চলে যায় দেখা দিয়া !! 


তার পরিজন , নেই একজন, খোঁজে ইশারায়, 

ভাষা বোঝা দায় , অনন্যোপায়,

কেটে যায় , জোটেনি প্রিয়া !!                       

একদিন সামনে আসবে ,

গাইবে গান,ও আমার কোয়েলিয়া।


লেখক অরবিন্দ সরকার কে মেঘপিওন এর পক্ষ থেকে আকাশ সমান ভালোবাসা ও শুভকামনা।    


মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন   

সিলেট, বাংলাদেশ।      

Post a Comment

Previous Post Next Post