একটি নদীর জন্ম ও মৃত্যু - অরবিন্দ সরকার


আমি নদী! তোমাদের তরে মোর জন্ম!

স্নান, জলপান,সেচ, বিদ্যুৎ-

মানবকল্যাণে রত আমি ধন্য।

জন্মিলেই মরিতে হবে,

এবাক্য জানো সবে?

কিশোর যৌবন বেশ কাটলো,

এবার বার্ধক্য তাই নগন্য?

আমার বুকে বাঁধ দিয়ে,

মেঘপিওন, River, কবিতা, ছন্দ, গল্প, বাংলাদেশ

কোথাও মাটি দিয়ে বুজিয়ে,

করো চাষ,গড়ো বাড়ি,নিজেদের জন্য।

এরপর জরাব্যাধি , কচুরিপানা শ্বাস প্রশ্বাসে হামলা নিরবধি,

গলাটিপে আমায় মারে, তোমাদের হয়না চৈতন্য?

এবার হবে বন্যা,ছাপিয়ে দুকুল,

সাগরের পথ হারিয়ে, আমি জমি ঘরবাড়ি ছারখার করি,

কালিদাস তোমরা! জাতির চোখে ঘৃণ্য!


~ মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন   



Post a Comment

Previous Post Next Post