HomePoem শূন্যের ঢেউ - অনিন্দ্য দত্ত September 28, 2020 1 শূন্যের ভিতর ঢেউ ওঠেসিদ্ধাচার্য্য জপে টের পানপাথর বালিশে রেখে মাথা শূন্য শিখর ছুঁতে চানঅরণ্য বয়ে চলে হাওয়া নদীস্রোতে তরী বেয়ে যাওয়া মহাবনে জেগে শুধু রয়সন্ধ্যা পাখির অবিশ্রান্ত কলতান।
অনবদ্য!
ReplyDeletePost a Comment