রোমন্থন - অরবিন্দ সরকার

পুরোনো স্মৃতি নিয়ে জাবরকাটা,

ইতিহাসের হারানো পাতা,

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রনা,

পরীক্ষায় অকৃতকার্য,

বাবার তর্জনীর আস্ফালন,

মায়ের আকুতি মিনতি,

সকালের প্রাতভ্রমন,

বিকেলের খেলাধুলা

মাষ্টারমশাই এর কানমলা,

সকালের এককাপ চা,

সবসময়ের সঙ্গী বিছানা বালিশ,

এখন কার কাছে করবো,

এসবের নালিশ?


লেখক অরবিন্দ সরকার কে মেঘপিওনের পক্ষ থেকে আকাশ সমান ভালোবাসা ও শুভকামনা।         

~ মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন   

    সিলেট, বাংলাদেশ 

Post a Comment

Previous Post Next Post