ঊষার কোলে জ্বলে
আলো মেঘের বসন্ত ,
পায় না নাগাল করতে
কালো ঊষার ফুটন্ত,
শেওলা ঢেকে পাহাড় গৌরব ভ্রম সে আনন্দ
চাঁদের মুখে ব্রণ হানা
কখন ও হয় না অনন্ত
সবুজ বুকে শিশির আঘাত,
বজ্র বুকে নরুনের ব্যাঘাত ,
হয় না স্থায়ী স্বপ্ন রাতের ,
সূর্যের আলো ডাকে তাকে,
মীন বাগানে জলের তলে
মাছ রাঙা ঠোঁট সামান্য ই চলে,
সৈকত শোভা ফুরায় না কখন ও
বিকিকিনির পসরা র গোলে ,
জীবন নদী একটা সাল
শীত গ্ৰীষ্ম বর্ষা কাল ,
শরৎ হেমন্ত বসন্ত কাল ।।

Post a Comment