বেজে গেছে ডঙ্কা - শফি আহমেদ

নিজেদের মাঝে আজ 

লেগে গেছে দ্বন্দ্ব। 

মানুষের আছে চোখ 

চোখ তবু অন্ধ। 


বিবেকেতে মরিচা 

পড়ে গেছে সকলের। 

এই যুগ শুনলাম

জোর করে দখলের। 


নীতিকথা তিতা লাগে 

মিষ্টি তো ঐ টা। 

বই যদি হয় তবে 

ঐ চটি বইটা। 

দল নিয়ে টানাটানি 

কই তোর ধর্ম?

ভণ্ডের জাত সব 

ছাড় অপকর্ম। 


ইসলাম বেচে খায় 

বাপ পুত মিলিয়ে। 

বেচে দিয়ে ইসলাম 

হাসে খিল খিলিয়ে 


ভণ্ডের জাত সব 

উল্লাসে মেতেছে। 

ধর্মের দোহাই এনে 

শত ফাঁদ পেতেছে। 


হয়ে গেছে তছনছ 

আমাদের ঐক্য। 

আলেম নিয়েছে আজ 

জালিমের পক্ষ। 


হায়! হায়! আফসোস 

আমাদের হবে কি?  

যদি চলে এভাবেই 

সমাজের ভেল্কি। 


তোমাদের তরে দেখো 

কবি করে শঙ্কা। 

ধব্বংস ও বিনাশের 

বেজে গেছে ডঙ্কা!

Post a Comment

Previous Post Next Post