আমাকে কিছু দুঃখ দিয়ে দিন
না হয় অনেক বেশি সুখ
কিংবা সাদামাটা কিছু কথা
রোজকার আলাপচারিতা;
সকালের শুভ সকাল,
সন্ধ্যার বিদায়কালীন বিষাদ
একটা শুভ সন্ধ্যা।
আমাকে কিছু দুঃখ দিন
না হয় অনেক বেশি সুখ
একটা বিষাদগ্রস্ত দুপুর হোক আমার নামে,
বৈরী বাতাসে উড়ে যাওয়া
কোন এক গোধূলি বিকেল।
আমাকে কিছু দুঃখ দিন
অচিন অসুখের মতো কিছু সুখ।
আমার নামে কিছু অপেক্ষা পুষে রাখুক
দরজার খিলটা খুলে রাখুক খানিক ।
ভাতের থালাটা
আধ খোলা ঢাকা থাকুক,
আঙুলে ধরে রাখা আঁচলটা
কামড়ে থাকুক উৎকণ্ঠার রাত।
আমার দীর্ঘশ্বাসের আকাশে
আপনার জমানো কিছু দুঃখ পাখি হোক।
- সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

Post a Comment