প্রযত্নে আকাশ - সালমান হাবীব

 

জানেন, মাঝে মাঝে খুব ইচ্ছে করে 

আপনার দেওয়া আমার একটা ডাকনাম থাকুক। 

আপনি কারনে অকারনে সেই নাম ধরে ডাকবেন।

কিন্তু আমার তো পোড়া কপাল! কী জানি

ডাকনাম পাবার মতো অতটা প্রিয় হয়তো হতেই পারিনি! 

হয়তো হবোও না কোনোদিন। এইসব কিছু আমি জানি। 

সবকিছু জেনেও অহেতুক মনের ভেতর ভুল ইচ্ছাটাকে পোষ 

মানিয়ে রাখি। আপনার ব্যাপারটা আমার ঠিক বিপরীত। 



এইসব উড়ো মেঘের মন, আকাশকুসুম ভাবনা, বুকের ভেতর পুষে 

রাখা ইচ্ছের গাংচিল, কিংবা না দেওয়া প্রিয় ডাকনাম; এসবের 

কিছুই আপনাকে স্পর্শ করে না। 

 তবুও নিজে পাওয়া ডাকনামের মতো আপনাকেও আমার একটা 

ডাকনাম দিতে ইচ্ছে করে। 

কারনে অকারনে ডাকতে ইচ্ছে করে সেই নাম ধরে। 

 আচ্ছা শুনুন, খুব বেশি রাগ না করলে আমি আপনাকে 

'সকাল'বলে ডাকবো।  

মাঝে মাঝে আদুরে গলায় বলবো 'আমার সকাল'। 

 আপনি কিন্তু রাগ করতে পারবেন না প্লিজ! 


~ প্রযত্নে আকাশ - সালমান হাবীব 

1 Comments

Post a Comment

Previous Post Next Post