গল্প করতে করতে বৃদ্ধ লোকটা ঢলে পড়ল মাটিতে।
সাথে দাঁড়িয়ে থাকা লোকগুলো নির্বাক, বিস্মিত!
গায়ে হাত দিয়ে একজন বলল, লোকটা মৃত!
আমি নিস্তব্ধ দাঁড়িয়ে রইলাম দূরে,
মনে হলো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মৃত্যু কিংবা যমদূত!
লাখো জনতার সামনে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে নেতা,
ভাষণ না, বলি ফাঁকা বুলি আওড়াচ্ছে নেতা।
হুট করেই নেতা নিস্তব্ধ, ঢলে পড়ল স্টেজে!
জনতা নিশ্চুপ, পাশে দাঁড়িয়ে থাকা নেতার চামচা,
ভয়ে হয়রান, নেতা নেই!
বিরোধী দলের হাত থেকে এবার বুঝি রক্ষা নেই।
চামচা বুঝি জানতো না,
সকাল বেলার নেতার, সন্ধ্যা অব্দি নেই ঠিকানা।
যৌবনের সময় পার করছে এক যুবক, হাতে দামী সেট।
নিষিদ্ধ সাইটে তার অবাদ বিচরণ।
মসজিদে আযান হচ্ছে, মোয়াজ্জিন ডাকছেন,
‘হাইয়্যা আলাসসালাহ, হাইয়্যা আলাল ফালাহ...’
‘নামাজের জন্য এসো, কল্যাণের পথে এসো...’
কিন্তু তার কোনো হুশ নেই!
তার দৃষ্টি মোবাইল ফোনের স্ক্রিনে, উত্তেজনায় কাঁপছে সে থরথর!
সামনে দাঁড়িয়ে মালাকুল মাউত,
যুবক নিস্তব্ধ, হাত থেকে খসে পড়লো মোবাইল ফোন।
লিখতে লিখতে আমার কলম হঠাৎ থমকে গেল,
লোকে বলল আমার মৃত্যু হয়েছে!
আমি দেখলাম-
আমার আমিটার নিথর দেহ পড়ে আছে মাটিতে।
আমি মৃত্যুকে ডেকে বললাম,
আমার এখনো সময় বাকি,
পর্যাপ্ত আমল বাকি,
জাতির জন্য অনেককিছু লেখার বাকি।
আমাকে আর একটু সময় দাও।
মৃত্যু শুনল না, টানতে টানতে আমাকে নিয়ে গেল জাহান্নামে!
মৃত্যু
Shoriful Islam

আহ
ReplyDeletePost a Comment