কোনো একদিন - সালমান হাবীব


কোন একদিন- এইসব অপেক্ষার রাত ফুরাবে। 

ভোরের নরম আলোয় ঘুম ভেঙ্গে চোখ মেলে 

দেখবেন আমি কোথাও নাই। 

এখানে ওখানে পড়ে থাকবে ছড়ানো স্মৃতি। 

মাথার পরে একলা আকাশ, পাখিদের উড়ে যাওয়া, 

দূরে কোথাও চেনা গানের কলি বাজতে দেখে 

আমাকে আপনার মনে পড়বে। 

মনে পড়বে, কেউ একজন ছিল যে আকাশ ভালোবাসতো। 

যে ঝরে যাওয়া পাখির পালকের কথা বলতো। 

বলতো প্রিয় কোন গান শুনে কেঁদে ফেলার কথা। 

 এবং অদ্ভুত হলেও সত্যি সেদিন আপনার এমন 

চেনাজানা আকাশ, কোথাও একটা পাখি, 

পড়ে থাকা পালক দেখে কিংবা বাজতে থাকা 

চেনা গানের সুর শুনে ভীষণ রকম কান্না পাবে। 


কোনো একদিন - সালমান হাবীব, Megh Piyeoon

সন্ধ্যা হলেই মনে হবে; কেউ একজন বলুক 'আজ চাঁদ দেখেছেন'? অথচ বলার মত কেউ থাকবেনা। 

আপনার বুকের ভেতরটা তখন আস্ত একটা আকাশ হবে। নিঃশ্বাসেরা দীর্ঘ হতে হতে জলেভরা নদী হবে। 

 রাতের বেলা না খেয়ে শুতে গেলেই মনে পড়বে, 'রাতে না খেয়ে থাকতে নেই, রাতে না খেয়ে ঘুমুবেন না'। 

মনে হবে এই চেনা কথাগুলোই কেউ একজন বলুক। কিন্তু বলার মত কেউ থাকবেনা। 

আপনার তখন ভীষণ রকম কান্না পাবে। অথচ আপনি কাঁদতে পারবেন না। বুকের ভেতর কান্নারা সব পাহাড় হবে। 

 আপনি সেদিন নিজের ভেতর আস্ত একটা আকাশ, জলেভরা নদী আর পুষে রাখা পাহাড় বয়ে বেড়াবেন। 

আপনি সেদিন ভীষণ রকম কাঁদতে চাইবেন। 


কবিতা- কোনো একদিন

লেখকঃ- সালমান হাবীব 

1 Comments

Post a Comment

Previous Post Next Post