- এ্যাইই
- জ্বী
— এইইইই
- কী হলো, বলুন না।
না, কিছুনা।
এমনিই ডাকতে ইচ্ছে করলো।
আকাশে মেঘ ডাকলেই বৃষ্টি হয় না।
কখনো কখনো বৃষ্টিহীন ডেকে যায় মেঘ।
আকাশকে জানান দেয় যে 'আমি আছি'।
আমি চাই,
এমন অকারণ বৃষ্টিহীন মেঘের মতোই
মাঝে মাঝে হুটহাট আপনিও আমায় ডাকুন।
আকাশের নিঃসঙ্গতায় ডেকে যাওয়া
মেঘেদের সঙ্গ দেবার মতো করে
আপনিও জানান দিন 'আমি আছি'।

Nice
ReplyDeletePost a Comment