প্রকাণ্ড নিমগাছের তলায়,
সন্ন্যাসী তার পদযুগল প্রসারিত করে,চেয়ে সীমাহীন ব্রহ্মাণ্ডের পানে!
পরনে বাকল,হাতে ত্রিশুল,
সর্ব্বাঙ্গে ছাইয়ের আস্তরন!
একপা বেলগাছে,একপা নিমগাছে বেঁধে ঝুলন্ত কসরত!
যারা দুপুরে ওখানে যায়-
সামনে মুখোমুখি পড়লে হবে ভস্মীভূত!
তারচেয়ে পড়া নিয়ে দুপুরে,
বা তপ্ততপন দাহের মুক্তি
একটুখানি নিদ্রা!
দুপুর গড়িয়ে গেলে ওখানে যেও
সন্ন্যাসী তখন গাছের মগডাল বেয়ে শুন্যতার মাঝে ,
সকলের লোকচক্ষুর অন্তরালে!
সন্ন্যাসী তার সাঙ্গপাঙ্গ ভূত,দত্যিদানা, রাক্ষস, তাদের
ছানাপোনা নিয়ে থাকে!
খায় শুধুমাত্র মুক্ত হাওয়া!
নিশীথের মাঝে বা গনগনে দুপুরে,
মানুষের যাওয়া বাধা ?
মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন।
সিলেট, বাংলাদেশ।

Post a Comment