রমা ! তুমি চলে গেলে , আমাকে ফেলে !
তুমি জায়গা রেখো , তোমার কোলে!
এখানে বিষাক্ত বায়ূ!
যাদের এনেছিলাম পৃথিবীতে,
ভূমিষ্ঠ থেকে ডানা গজানো পর্যন্ত,
তারা ছেড়ে গেলো , তাদের সুখশান্তির জন্য!
সত্যিই তো তারা তাদের খোকার যত্ন নেবে, না আমার?
সময়ের গতিতে তারা চলে,নাতির জন্য মনটা উতলা হয়ে উঠে!
যখন কোনো একদিন বাবার সঙ্গে নাতি আসে আমায় দেখতে!
আমার খোঁজ নিতে!
নাতি যেতে চাই না ফিরে,সে চাই আমাকে আঁকড়ে থাকতে !
ছলছল জল চোখে নিয়ে নাতিকে বিদায় জানাই এখনকার মন্ত্র টা - টা - দিয়ে!
একা আমি না গো রমা !
যখন তুমি আসো গাছের ফাঁক দিয়ে, জানালার জ্যোৎস্নার একফালি আলো হ'য়ে ,তখন তোমায় হাতরাই বিছানায় হাত দিয়ে!
সময়ের তালে ওরা ভালো থাকুক! আমি আর কতোদিন,ঠিক যাবো তোমার কাছে এ জরাজীর্ণ শয্যা ফেলে !
ওখানে সবাই আছে, তুমি আছো আমার !! সব না পাওয়ার দুঃখ যাবো ভুলে!!

Post a Comment