আমি আমার দুঃখ কারে কমু, কারে কমু আমি?
ওই আকাশরে?
ওয় তো নির্বাক, কিছু কয় না মোরে!
নাকি আমি আন্ধাররে কমু আমার দুঃখ,
আন্ধার তো নিশ্চুপ!
আমি কারে কমু আমার দুঃখ? কারে কমু আমি?
রাত্রিরে কইলাম আমার ভীষণ মন খারাপ,
রাত্রি কিছু কয় না মোরে!
তারপর আকাশরে কইলাম, আমার মেলা দুঃখ;
আকাশ নির্বাক, রাত্রির লাহিন!
তারপর একদিন, দিঘির জলরে কইলাম;
অনেক কষ্ট আমার, দিঘির জল শান্ত; নিটাল!
কোনো প্রতিক্রিয়া করলো না!
তারপর হঠাৎ একদিন শুনলাম, ইন্না মা’আল
উ’সরি ইয়ুস র।
নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।
সেই থেকে আমি কষ্টরে ভুলতে শিখলাম।
কিন্তু হতাশা আমায় আঁকড়ে ধরলো!
আমি সমুদ্রকে ডেকে বললাম, আমি
একজন হতাশ মানুষ!
সমুদ্র গর্জে উঠলো, দূর থেকে ভেসে আসলো-
তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ করো না।
তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও।
সেই দিন থাইকা আমি কাউরে কই না আমার দুঃখ।
দুঃখ হইলে সেজদাই পড়ি,
কষ্ট লাগলে; সেজদায় পড়ে কান্না করি!
ভোর রাইতে জাইগা থাকি, আল্লাহ'রে ডাকি;
যে আমার কথা শোনার লাইগা,
সাত আসমান থাইকা নাইমা আহে!
আমি তার পায়ে পড়ি, কান্না করি; আমারে হেয় কত্ত ভালোবাসে!
দুঃখ করো না
Shoriful Islam

দারুন
ReplyDeleteWow
ReplyDeletePost a Comment