মেঘ বালিকাদের মাঝে নারকেল গাছের শিখরে অর্ধচন্দ্র দাঁড়িয়ে উঁকি মারে
নিম গাছের পাতাগুলোর মাঝ দিয়ে;
আমি দাঁড়িয়ে ছোট্ট প্রকৃতির বৃক্ক ও টিউবওয়েলের পাশে
সেই নিম গাছের কুটির ঘরের টালির ছাদের মতো
কিংবা হত দরিদ্র মায়ের জীর্ণ আঁচলে
রোদ বাতাস শীত থেকে বাঁচাতে
ছেলেমেয়েদের মাথায় রাখা মমতায় ভরা আবরণের মতো প্রসারিত শাখা প্রশাখার নিচে;
পৃথিবীর বোন শুকতারা টিপ টিপ করে
হেঁটে চলেছে তার পথে;
টালির ঘরের মতো পাতার ফাঁক দিয়ে
চাঁদের জ্যোৎস্না ও তারকার মিট মিট আলো চুঁইয়ে পড়ে, চুঁইয়ে পড়ে আমার দেহ-মনে;
আমি মোহিত-মুগ্ধ হয়ে
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি তাদের পানে,
হৃদয়ের সাগরে অনাবিল আনন্দ উপচে পড়ে,
মনে সেই অপার আনন্দ নিয়ে
কল্পনার ভেলায় চড়ে পাড়ি দি তাদের কাছে।
~ মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন

Post a Comment