প্রথম প্রেম বসন্ত - ঋতুপর্ণা দাস

কবি সুভাষ মুখোপাধ‍্যায় বসন্ত সম্পর্কে  একটি সুন্দর  কথা বলেছেন  "ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।"

প্রকৃতি যখন তার দখিন দুয়ার খুলে দেয়,বইতে শুরু করে  ফাগুন  হাওয়া,মধুর অমৃত বানী শোনা যায় কোকিলের কণ্ঠে,কৃষ্ণচূড়া,রাধাচূড়া,

শিমূল ও পলাশের সৌন্দর্য  ভীড় করে আনে ভ্রমরের মধুপানের সুগন্ধে,তখনই  যেন প্রবল বিক্রমে আগমন ঘটে ঋতুরাজ বসন্তের।  আগুন রাঙা পলাশ আর কৃষ্ণচূড়া সৌন্দর্যের প্রতীক হলো বসন্ত। বসন্ত মানেই প্রেম আছে, আর প্রেম মানেই বসন্ত আসে। 

রবীন্দ্রনাথ ঠাকুর এর  সেই বিখ্যাত গানের লাইন

প্রেমের জোয়ারে ভাসাবো তোমারে

বাঁধন খুলিয়া দাও,দাও দাও দাও। "বিরহ তো ভালোবাসার একটি অতি আবশ‍্যক রূপ। বিরহ আছে বলে প্রেমের সৌন্দর্য সবাই অনুভব করতে পারে। বিরহ ছাড়া  ভালোবাসার  ক্ষীর জমবে কি করে?তাই বসন্তের কোকিলকে আকুতি করে বলি__"কোকিল আমায় উপায় বলো, প্রাণ বন্ধুয়ার খবর জানতে আমায় নিয়ে চল,আমি যার নামে পাগল।"

আমরা জানি কমলা  রং নৈকট্য  ও উষ্ণতার  প্রতীক।বসন্তে বাসন্তী রঙা অর্থাৎ কমলা  এবং  উজ্জ্বল  হলুদ  রঙগুলো হৃদয়  এবং কামনার সাথে সম্পৃক্ত।তাই নতুন করে প্রেমে পড়ার ইচ্ছে  সকলেরই হয়।কৃষ্ণচূড়া ফুলের  কবরী  গেঁথে প্রেমিকের সামনে দাঁড়িয়ে কার না বলতে ইচ্ছে করে ভালোবাসি।  রবীঠাকুরের সেই গানের কথা মনে করিয়ে দেয়,

ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে ,জলে স্থলে বাজায়,বাজায় বাঁশি ভালোবাসি। " বসন্ত যেমন প্রকৃতিকে ভরিয়ে তোলে নানান ফুলের সুগন্ধে  ঠিক তেমনি ভালোবাসার হৃদয়টাকে নতুন করে চিনতে শেখায়। তুমিহীন মানুষটাকে নতুন করে অনুভব করতে শেখায়। বসন্ত মানেই শ‍্যামের সুগন্ধ  অন্তরে ভেসে ওঠে। শ‍্যাম তার হৃদয়ের  আবির রঙের  ছোঁয়ায়  রাধিকার হৃদয়ে  প্রেমের  জোয়ার এনেছিলেন।আর  রাধাকৃষ্ণের প্রেমের মিলন থেকেই  বসন্ত উৎসবের জন্ম হয়। বনমালী তার শত গোপিনী ও রাধিকাকে নিয়ে  বৃন্দাবনের পবিত্র ভূমিতে আবির্ভূত হয়েছিলেন। শুরু করেছিলেন প্রেমের সুমধুর রাসলীলা। এই দিনটিকে বৈষ্ণবেরা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথীর দোল উৎসব নামে পরিচিত কিন্তু বতর্মান তরুণ প্রজন্মের কাছে এটি বসন্ত উৎসব নামে পরিচিতি  লাভ করে। বসন্ত যে শুধু  প্রেমের বার্তা বহন করে তা নয়,মাঝে মাঝে বিরহের উঁকি ঝুঁকি দেয়। তাই কবিরা বলেছেন "বসন্ত পুরনো বিরহ হানিছে।"

পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত সম্পর্কে একটি  সুন্দর কথা বলেছেন,

"মধুর বসন্ত এসেছেন মধুর মিলব ঘটাতে।"

অর্থাৎ বসন্তের প্রেমটা যদি মধুর  মতো মিষ্টি  হয়ে  থাকে এবং  তাতে মিলন  নামক ব‍্যাপারটা যদি আরো সুন্দর ভাবে মধুমেয় আকার ধারণ করে তবে সেই প্রেমটি মধুর মিলন নামে পরিচিত হবে।


লেখিকাঃ- ঋতুপর্ণা দাস  


মেঘপিওন - মননশীল সাহিত্যের দর্পন   

Post a Comment

Previous Post Next Post