না থাকার একদিন - সালমান হাবীব

এইসব শরতের দিন পেছনে ফেলে 

অ-কবিতা আর ছাইপাঁশ উড়ানো শেষে 

আমিও একদিন ফিরে যাব।


একদিন ছেড়ে যাব তোমাদের শহর।

নীল-সাদা রঙ, কালির আঁচড়, 

ফেলে যাব নির্ঘুম কেটে যাওয়া

একশত আটাশি প্রহর।

রেখে যাওয়া অজস্র ভুলের কিছু ফুল হবে, 

ফুল হয়ে ফোটে থাকা কিছু কথা ভুল হবে।


একদিন ঝরে যাব—

টুপটাপ বৃষ্টির মত; নান্দনিক  ছন্দে, 

কিংবা হেমন্তের ভোরে ঝরে যাওয়া 

কোনো পাতার মত; ছন্দহীন নিঃশব্দে।

আমিও ডুবে যাব একদিন যেমন ডুবে যায়

আকাশ দিনশেষে রক্তিম দিগন্তে। 


সেই সব না থাকার দিন জুড়ে 

যদি আবার শরত আসে, 

যদি ছাইপাঁশ উড়ে যায় স্মৃতির ক্যানভাসে!

যদি বাতাসে বৃষ্টি নামে,

যদি আকাশ ছেঁয়ে যায় মেঘেদের নীল খামে!


যদি আসে পাতাঝরা হেমন্তের দিন

সেইদিন আমি কি রবো—

কিংবা রবে কি আকাশ 

তোমাদের স্মৃতিতে অমলিন?



Post a Comment

Previous Post Next Post